সব
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলার বিভিন্ন থানা ও নগরী, সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আসামিদের গ্রেফতার করতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে হেরোইন গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাট গুদাম সাকিনস্থ পাট গুদাম ব্রীজের উত্তর মাথার পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হইতে ১৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২১.২০ ঘটিকায় ৫১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল (৩৫), পিতা-মোঃ সেলিম, মাতা-মোছাঃ মিলি আক্তার, সাং-৪৩/৪৬ চর কালীবাড়ী, ২। আতিকুজ্জামান বিজয় (২৩), পিতা-মৃত লিয়াকত কমিশনার, মাতা-মৃত শিখা বেগম, সাং-বলাশপুর লিয়াকত কমিশনারের বাড়ী, ৩। মনির হোসেন ওরফে জুম্মন (৩৬), পিতা- মৃত আজম, মাতা-শাহিদা খাতুন ওরফে শহিদা , সাং- স্বদেশী বাজার (যাদব লেহেরী লেন), ৪। মোঃ শান্ত ওরফে হৃদয় ওরফে জুয়েল (২০), পিতা-মৃত সুলতান আহম্মেদ দুখু মিয়া, মাতা-মোছাঃ হুনুফা আক্তার, সাং-আলিয়া মাদ্রাসা কৃষ্টপুর দক্ষিণপাড়া, ৫। মোঃ ফিরোজ আহম্মেদ ওরফে ইসরাফিল (১৯), পিতা-ইদ্রিস আলী ইদু, মাতা-সেলিনা আক্তার, সাং-চর কালীবাড়ী দক্ষিণপাড়া, ৬। আসিফ ওরফে ফরহাদ (২০), পিতা-মোঃ চাঁন মিয়া, মাতা- মোছাঃ আসমা, সাং-আজমতপুর, বলাশপুর আবাসন, সর্ব থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শাকিল (৩৫) এর বিরুদ্ধে ০৭ টি, ২। আতিকুজ্জামান বিজয় (২৩) এর বিরুদ্ধে ০৩ টি, ৩। মনির হোসেন ওরফে জুম্মন (৩৬) এর বিরুদ্ধে ০৫ টি, ৪। মোঃ শান্ত ওরফে হৃদয় ওরফে জুয়েল (২০) এর বিরুদ্ধে ০২ টি, ৫। মোঃ ফিরোজ আহম্মেদ ওরফে ইসরাফিল (১৯) এর ০১টি এবং ৬। আসিফ ওরফে ফরহাদ (২০) এর বিরুদ্ধে ০১টি মামলা রহিয়াছে।
উদ্ধারকৃত ৫১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৬ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য