সব
সোমবার (১৫ এপ্রিল) উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের হাতে মনোনয়নপত্র দাখিল করেন তারা।
মনোনয়নপত্র জমাদানকারী উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ,বিএনপি নেতা মো: আমিনুল ইসলাম বাদশা,উপজেলা জাসদের সাধারন সম্পাদক এ.কে.এম ছামেদুল হক,মালিঝিকান্দা ইউনিয়ন ডাকুরপাড় গ্রামের মোঃ সোহরাওয়াদী বাহাদুর লাল,প্রতাবনগর গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন,উপজেলা যুবলীগ নেতা মো: রকিবুল ইসলাম (রোকন),সারিকালিনগর গ্রামে মোফাজ্জল হোসেন চৌধুরী,বন্দভাট পাড়া গ্রামের মো: আব্দুল কাদের,ফজলুল করিম, মেহেদী হাসান মামুন, বৈরগীপাড়া গ্রামের মো,শাহ আলম,নয়াগাঁও গ্রামের মো,মিন্টু মিয়া,ডেফলাই গ্রামের মো,আব্দুল মান্নান, বনগাঁও জিগাতলা গ্রামের মো,মুনায়েম হোসেন, বাতিয়াগাঁও গ্রামের মুখলেছুর রহমান,লয়খা মোল্লাবাড়ী গ্রামের মো, হারুন-অর রশিদ,পানবর গ্রামের মো,জহুরুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, খৈলকুড়া গ্রামের মোছাঃ লাইলী বেগম, রাংটিয়া গ্রামের সেফালী বেগম,গান্দিগাঁও গ্রামের আকলিমা বেগম,বনগাঁও জিগাতলা গ্রামের মোছাঃ নাছিমা বেগম, দড়িকালিনগর গ্রামের মোছাঃ জেসমিন আক্তার, মালিঝিকান্দার সুফিয়া বেগম,প্রতাবনগর গ্রামের রুপালী বেগম।
মন্তব্য