সব
ময়মনসিংহ নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুরে ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও অসহায় ৫০০ জন মানুষের মাঝে শামীম মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শৃঙ্খলা বজায় রেখে ঈদ উপহার বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকাল ৩টা সময় নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মুফতী মাওলানা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাফিসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব শামীম মিয়া। উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদেক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি নাজিম উল্লাহ লিটন, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুক, নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ, চর বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব নাজিমুদ্দিন, চরবেতাগৈর ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কনক, নান্দাইল পৌরসভার জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মাসুদ রানা, নান্দাইল উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সজিব মিয়া, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম. মোঃ মুজিবুর রহমান মেম্বার, খোকন মিয়া, মিয়াজ উদ্দিন, গোলাপ মিয়া, আবুল মনসুর, আব্দুস সামাদ, জুয়েল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ফাউন্ডশনের কার্যক্রম আরো জোরদার করে অসহায় দরিদ্র মানুষের পাশে কাজ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করা করা হয়।
ঈদ উপহার বিতরণের মধ্যে রয়েছে চিনিগুড়া চাল, মসুর ডাল, আটা, সরিষার তেল, চিনি, মুড়ি, লাচ্ছা সেমাই, আলু, পেয়াঁজ, শাড়ী, লুঙ্গি, ব্যাগ, গরুর মাংস ইত্যাদি।
জানা যায় প্রতি বছর শামীম মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আবু অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
মন্তব্য