সব
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শেরপুর পৌরসভার আয়োজনে (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ১ টার দিকে শেরপুর জেলা শহরের নিউমার্কেটস্থ এলাকায় হোটেল শাহজাহানের সম্মুখে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ৩য় দফায় নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এর আগে পৌর নিউমার্কেট ব্যবসায়ী কমপ্লেক্সে ভবনে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিশন ২০৪১ বাস্তবায়নে আধুনিক ও স্মার্ট পৌরসভা গড়ার লক্ষে পৌরসভার নিউমার্কেট চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকল ব্যবসায়ীদের কাছে সহযোগিতা কামনা করেন এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে পৌর নিবার্হী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম,সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন,কর্মচারী সংসদ সভাপতি রফিকুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি ও প্রধান সহকারী মোঃ নুর-ই-আলম চঞ্চল, টিকাদানকারী সুপারভাইজার ফারুক আহমেদ,প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ শরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন,জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান,নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী সুরুজ সহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য