সব
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত ২৮ টি উপকারভোগী পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ।
মঙ্গলবার (৩রা জানুয়ারি) বিকালে শীতবস্ত্র নিয়ে স্বশরীরে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।
এসময় কৃষি সম্প্রসারণ অফিসার কাওছার আহমেদ খান, বিপিএটিসি থেকে আগত প্রশিক্ষণার্থীবৃন্দ ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও মিজাবে রহমত বলেন, যারা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত কম্বল শীতে উষ্ণতার জন্য আমরা বিতরণ করেছি।
তিনি আরও বলেন, এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। যাতে তিনি সুস্থ থাকেন ও দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারেন।
কম্বল বিতরণ শেষে ইউএনও মিজাবে রহমত আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে গিয়ে প্রতিটি পরিবারের খোঁজ খবর নেয়াসহ ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন।
মন্তব্য