সব
ছবি, সংগৃহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে বৈঠকটি শুরু হয়।
ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে একই দাবিতে ডাকসু নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। এদিন দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে অগ্রসর হন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় ও হাইকোর্ট মাজার এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়েন। কয়েকটি স্থানে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যান।
সর্বশেষ শিক্ষা ভবনসংলগ্ন সচিবালয় সড়কে পুলিশের বাধার মুখে পড়ে সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
ডাকসু নেতাদের তিন দফা দাবি হলো শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেপ্তার।
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে প্রথমে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
এর আগে রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন এবং ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য