সব
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে । দিবসের মূল প্রতিপাদ্য ছিল”চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা”।
২ অক্টোবর রবিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদের পাবলিক হলে উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
তিনি উৎপাদন কিভাবে বাড়ানো, সে সম্পর্কে বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি। তিনি অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়ানো জন্য সবার প্রতি আহবান করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নাজিমুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা অর রশীদ , উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,সংগীত শিক্ষক মালেক সরকার প্রমুখ।
তাছাড়া বিভিন্ন সেক্টরের অন্যান্য কর্মকর্তাও কর্মচারীগণও র্যালি ও সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য