ঢাকা সকাল ৯:৪৯, শুক্রবার, ৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিসে দুদকের অভিযান ঈদুল আজহার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই ময়মনসিংহ সাহিত্য সংসদ এর মুক্তমঞ্চ গুড়িয়ে দেয়ার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন আদালত প্রাঙ্গণে আসামিদের হামলার শিকার বাদী ময়মনসিংহে একদিনের ব্যবধানে ৬ ওসি’র বদলি সাবেক মুখ্য সচিব তোফাজ্জলের ফ্ল্যাট-প্লটের খোঁজে দুদক জামাতা কর্তৃক শ্বাশুড়ি খুন; ঘাতক জামাইকে ২ দিনেই কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পিবিআই ময়মনসিংহ ঝিনাইগাতীতে শতাধিক একর জমির ধান চিটা, কৃষকের মাথায় হাত! ময়মনসিংহে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯ তম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন গণমাধ্যম কমিশন বাস্তবায়নের আহবান -বিএমইউজে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও খাদ্যগুদাম পরিদর্শনে খাদ্য ও ভূমি উপদেষ্টা র‍্যাব -১৪ ও র‍্যাব – ৭ এর যৌথ অভিযানে আলোচিত সুবীর হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামী গ্রেফতার ট্রাম্প সরকারকে চটানো যাবে না : অর্থ উপদেষ্টা বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সাথে পুলিশের মতবিনিময় ঝিনাইগাতীতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার প্রায় ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এত সাহস পায় কোথায়? প্রশ্ন জনগনের ময়মনসিংহের অতিঃ পুলিশ সুপার মোহাইমেনুর রশিদকে পিপিএম পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ৬১৭৯০ ভারতীয় রুপিসহ গ্রেফতার-২ শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা দুর্গাপুরের খায়রুল বাসার ৫২ বছর বয়সে স্নাতক পাশ করলেন

প্রযুক্তি বিশেষজ্ঞরা

স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট সংযোগ নতুনভাবে গড়ে তুলতে পারে

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ণ 65 বার পড়া হয়েছে

স্টারলিংকের মতো নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (এনজিএসও) নেটওয়ার্ক বাংলাদেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। উচ্চগতির এবং কম-বিলম্বিত ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, অর্থনীতি ও সামাজিক অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি পাবে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

তারা বলেছেন, স্টারলিংকের ইন্টারনেটের ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস পর্যন্ত হতে পারে, যেখানে অধিকাংশ ব্যবহারকারী ১০০ এমবিপিএসের বেশি গতি পেয়ে থাকেন। আপলোড গতি সাধারণত ৫ থেকে ২০ এমবিপিএসের মধ্যে থাকে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পেসএক্স, টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্কের সঙ্গে একটি ভিডিও আলোচনায় অংশ নেন। সেখানে বাংলাদেশের জন্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাসসের সঙ্গে আলাপকালে টেলিকম ও প্রযুক্তি বিশ্লেষক মোস্তাফা মাহমুদ হুসাইন বলেন, বাংলাদেশ ডিজিটাল অবকাঠামো আধুনিকায়নের জন্য এনজিএসও স্যাটেলাইট পরিষেবা গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছে।

তিনি বলেন, প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য নমনীয় নীতিমালার মাধ্যমে দেশজুড়ে সংযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে, যা স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা ও সমাজ উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে।

তিনি বলেন, ‘স্টারলিংক দেশে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির জন্য একটি ভালো বিকল্প হতে পারে, বিশেষ করে প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকায়, যেখানে প্রচলিত বাজার অপারেটরদের সীমাবদ্ধতা রয়েছে।’

এদিকে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেড এবং দুবাই-ভিত্তিক একটি টেলিযোগাযোগ কোম্পানি ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে স্যাটেলাইট-ভিত্তিক মোবাইল পরিষেবা আনার সম্ভাবনা পরীক্ষা করছে। এর লক্ষ্য হলো এমন এলাকাগুলোতে সংযোগ বাড়ানো, যেখানে প্রচলিত টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক স্থাপন অসম্ভব।

এ লক্ষ্যে, স্পেনের বার্সেলোনায় আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্পেসএক্সের সঙ্গে বাংলালিংকের একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে এ শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্টারলিংকের সম্ভাব্য আগমনকে স্বাগত জানিয়ে টেলিকম বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, ‘বিশ্বব্যাপী বিপুল সংখ্যক মানুষ ইতোমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করছে। তাই এটি ভালো কিছু আনতে পারে।’

তবে, অনেকের মতো তার নিজেরও স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেটের ব্যয়ের বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। তিনি বলেন, ‘এখন প্রশ্ন হলো, এই সেবা পেতে কত টাকা খরচ হবে?’

এএমটিওবি’র মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানান, স্পেসএক্স দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার দেশগুলোর জন্য ভিন্নভাবে মূল্য নির্ধারণ করে, যাতে বেশি সংখ্যক মানুষ এই নেটওয়ার্কের আওতায় আসতে পারেন। তিনি বলেন, ‘এখন আমাদের অপেক্ষা করতে হবে, তারা আমাদের জন্য কী হার নির্ধারণ করে।’

স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই পরিষেবা ব্যবহারের জন্য কিছু সরঞ্জাম কিনতে হবে। স্টারলিংক কিটে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিকস্ট্যান্ড, রাউটার, ক্যাবল এবং পাওয়ার সাপ্লাই থাকে। এই কিটের দাম ৩৪৯ থেকে ৫৯৯ মার্কিন ডলারের মধ্যে।

স্টারলিংকের সর্বনিম্ন মাসিক ফি রেসিডেনশিয়াল গ্রাহকদের জন্য ১২০ ডলার। কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিট এবং মাসিক ফি দ্বিগুণেরও বেশি। তবে দেশের ভিত্তিতে এই মূল্য পরিবর্তন হতে পারে।

মোস্তাফা মাহমুদ হোসেন বলেন, ‘আফ্রিকার কিছু গ্রামের জন্য স্টারলিংক খুব কম খরচে সেবা দিচ্ছে, যার মূল্য ১০ থেকে ৩০ মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশের প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকার ব্যবহারকারীরাও স্টারলিংকের আগমনে উপকৃত হবেন।’

এ শিল্পের বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) ব্যান্ডউইথ সংগ্রহ করে ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে, যা মূলত সাবমেরিন কেবল ও আন্তর্জাতিক স্থলভিত্তিক কেবলে (আইটিসি) নির্ভরশীল।

স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। স্পেসএক্স-এর তথ্য অনুযায়ী, সাধারণ জিওস্টেশনারি স্যাটেলাইট যা ৩৫,৭৮৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে, তবে স্টারলিংক হলো একটি হাজার হাজার স্যাটেলাইটের সমাহার, যা পৃথিবীর আকাশসীমার নিচের স্তরে বা ৫৫০ কিলোমিটার উপরে অবস্থান করে বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে।

২০২৫ সালের ৩০ জানুয়ারির তথ্য অনুসারে, স্টারলিংকের মোট ৬,৯৯৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

স্পেসএক্স ২০১৫ সালে স্টারলিংক প্রকল্প শুরু করে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে এটি চালু হয়। বর্তমানে এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের প্রথম কার্যক্রম শুরু হয় ভুটানে।

স্টারলিংক পরিষেবা পেতে হলে গ্রাহককে একটি টেলিভিশন অ্যান্টেনার মতো ডিভাইস স্থাপন করতে হবে, যা পৃথিবী প্রদক্ষিণকারী স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকবে। এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংক রাউটার সংযুক্ত করলেই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।

স্টারলিংক ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে তাদের প্রযুক্তি নিয়ে আসে।

২০২৪ সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সাক্ষাৎ করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একই মাসে একটি খসড়া নির্দেশিকা প্রস্তুত করে।

বিটিআরসি’র প্রস্তাবিত নির্দেশিকার নাম হচ্ছে ‘নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিস অপারেটর।’

অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের মধ্যে আলোচনা চলাকালে তারা বিশেষভাবে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য স্টারলিংকের সম্ভাব্য ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্ব দেন।

তারা আলোচনা করেন যে কীভাবে উচ্চগতির ও স্বল্পমূল্যের ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে পারে এবং দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করতে পারে। একই সঙ্গে এটি লাখ লাখ ছোট ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক সংযোগের সুযোগ সৃষ্টি করতে পারে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিসে দুদকের অভিযান ঈদুল আজহার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই ময়মনসিংহ সাহিত্য সংসদ এর মুক্তমঞ্চ গুড়িয়ে দেয়ার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন আদালত প্রাঙ্গণে আসামিদের হামলার শিকার বাদী ময়মনসিংহে একদিনের ব্যবধানে ৬ ওসি’র বদলি সাবেক মুখ্য সচিব তোফাজ্জলের ফ্ল্যাট-প্লটের খোঁজে দুদক জামাতা কর্তৃক শ্বাশুড়ি খুন; ঘাতক জামাইকে ২ দিনেই কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পিবিআই ময়মনসিংহ ঝিনাইগাতীতে শতাধিক একর জমির ধান চিটা, কৃষকের মাথায় হাত! ময়মনসিংহে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯ তম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন গণমাধ্যম কমিশন বাস্তবায়নের আহবান -বিএমইউজে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও খাদ্যগুদাম পরিদর্শনে খাদ্য ও ভূমি উপদেষ্টা র‍্যাব -১৪ ও র‍্যাব – ৭ এর যৌথ অভিযানে আলোচিত সুবীর হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামী গ্রেফতার ট্রাম্প সরকারকে চটানো যাবে না : অর্থ উপদেষ্টা বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সাথে পুলিশের মতবিনিময় ঝিনাইগাতীতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার প্রায় ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এত সাহস পায় কোথায়? প্রশ্ন জনগনের ময়মনসিংহের অতিঃ পুলিশ সুপার মোহাইমেনুর রশিদকে পিপিএম পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ৬১৭৯০ ভারতীয় রুপিসহ গ্রেফতার-২ শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা দুর্গাপুরের খায়রুল বাসার ৫২ বছর বয়সে স্নাতক পাশ করলেন