সব
স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ময়মনসিংহ সদরের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ এর শুভ উদযাপিত হয়েছে।
সোমবার ৫ ডিসেম্বর সকাল ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ এর শুভ সমাপনী ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম,একাডেমিক সুপারভাইজার নারায়ন চন্দ্র দাস,জাকির হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ।
সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান বলেন- বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে ফেইসবুক সহ বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি-কোটি টাকা নিচ্ছে প্রতিবেশী দেশগুলো।আমাদের দেশের ছেলেমেয়েরা যদি কোন আবিষ্কার করে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারে তাহলে দেশ আর্থিকভাবে আরো এগিয়ে যাবে।
বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, বিজ্ঞানের বিষ্ময়কর আবিষ্কার এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো জনসাধারণ ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বলেন আমাদের সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি এর অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে আহবান করেন। এর আগে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান অন্যান্য অতিথিদের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এ অংশ নেওয়া বিভিন্ন প্রকল্পের আবিষ্কারক বিজ্ঞানীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। মেলায় সদর উপজেলার দাপুনিয়া ডি কে জিএস ইউনাইটেড কলেজ,হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল,ক্যান্টমেন্ট পাবলিক স্কুল,লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়,নাজিরাবাদ উচ্চ বিদ্যালয় ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সহ উপজেলার মোট ৮টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে-সোলার সিটি,উন্নত গ্রামীণ জীবন যাত্রা, বাস্তব উপকরণের মাধ্যমে জ্যামিতিক আকার আকৃতির ধারণ প্রদান/ লাভ সহ বিভিন্ন প্রকল্পের আবিষ্কারক বিজ্ঞানীদের পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিগণ।
মন্তব্য