সব
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশনায় মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধ নির্মুলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্স নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) আলমগীর কবির, এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন দশ মাইল বাজারস্থ জনৈক মোঃ রুবেল মিয়ার ইলেকট্রিক ও ওয়েন্ডিং এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে (১৮ জানুয়ারি) ২০২৪ তারিখ রাত ৯:২৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মহসীন উল্লাহ্ খান (২৮), পিতা-আবু সাঈদ নূর খান, মাতা-শামীমা আক্তার, সাং-নয়ানবাড়ী, ৭নং ওয়ার্ড, বালিয়ান ইউনিয়ন, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য