সব
শেরপুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমএলএ আব্দুল হাকিম সরকারের ২য় পুত্র সরকার গোলাম ফারুক এর স্মরণসভা ১১মার্চ সোমবার কাকরকান্দি ইউনিয়ন পরিষদের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধার সন্তান সদ্য প্রয়াত সরকার গোলাম ফারুক এর স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান।পরে সকলে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করেন। স্মরণ সভায় পরিবারের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন সরকার গোলাম ফারুক এর বড় ভাই নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল।বক্তব্য উপস্থাপনের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু ইউসুফ বক্তব্য উপস্থাপন করেন।এছাড়াও স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগ,গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।স্মরণসভার সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান লুৎফুল ইসলাম নাহিদ।
মন্তব্য