পিরোজপুরের ইন্দুরকানীতে ফিলিস্তিন মুসলমানদের ওপর ইজরাইলি হামলার প্রতিবাদ ও বায়তুল মোকাদ্দাস রক্ষার দাবিতে ওলামা মাশায়েখ এবং তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোব মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার বালিপাড়া বাজারে বিক্ষোভম মিছিলে ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড. এম. মতিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ কবির হোসেন বয়াতী, বালিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মাদ নাছির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইয়াকুব আলী হাওলাদার, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম সহ বালিপাড়ার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ধর্মপ্রান মুসলমানগণ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন, মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বালিপাড়া বাজারের বাসস্ট্যান্ডে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
বক্তরা বলেন, অবিলম্বে ইসরাইল কতৃক ফিলিস্তিনে মজলুম মুসলমান নারি শিশু ও অসহায় মুসলিমদের উপ হামলা বন্ধের দাবি জানানো হয়। এবং ইসরাইলের সকল পণ্য বয়কটের আহবান জানান। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা রিদওয়ানুল কারিম।
মন্তব্য