সব
ময়মনসিংহের সদর উপজেলার নওমহল এলাকার ঐতিহ্যবাহী সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের কৃষি শিক্ষক মোশাররফ হোসেন মাষ্টার সহ ৪ জনকে ১০ গ্রাম হেরোইন নিয়ে গত ৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে গ্রেফতার করে ডিবি পুলিশ।
স্কুলে লেখাপড়া করা ছাত্র/ছাত্রী বাবা, মা, অভিভাবক মহলে ঘটনায় সংবাদ পেয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, একজন মাদক বিক্রেতা ও সেবনকারীকে দিয়ে স্কুলে নেয়া হচ্ছে ক্লাশ। শিক্ষা দেয়া হচ্ছে মাদক সেবন ও বিক্রির নিয়মাবলী।
ময়মনসিংহ ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এসআই মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস মোড় সাকিনস্থ মারকাস মসজিদ রোডে অবস্থিত বাপ্পী হোটেল আলহামদুলিল্লাহ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ১০ টা ১৫ মিনিটে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান (৩৫), পিতা-মৃঃ আবুল হোসেন মন্ডল, সাং-কুকরাইল উত্তরপাড়া, মোঃ মোশারফ হোসেন মাষ্টারর (৩৬), পিতা মোঃ হাবিবুর রহমান মাষ্টার, সাং-কুকরাইল কান্দাপাড়া, ৩। মোঃ সোহেল (৩৬), পিতা মৃত-হোসেন আলী, সাং-সারটিয়া পূর্বপাড়া, মোঃ গাজীউর রহমান মাহমুদ (৩২), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং-কুকরাইল পশ্চিমপাড়া, সর্ব থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ১০ গ্রাম হেরোইন এর বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো জানাযায়, ৩ সেপ্টেম্বরের গ্রেফতার সেটা নতুন কিছু নয়। মোশারফ হোসেন মাষ্টার গত ২৯ মার্চ ২০২৩ ইং সনে ডিবির হাতে গ্রেফতার হয়েছিলো।
মোশারফ হোসেন মাষ্টারের নেতৃত্বে এলাকায় ইয়াবা, হোরোইন বিক্রি হচ্ছে দেদার্ছে। এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলে কিছু বলতে পারেনা। যদি কেউ তাদের মাদক বিক্রির ব্যপারে কিছু বলে তাহলে তাদের হত্যার হুমকী, বাড়ীতে চুরি অথবা রাস্তায় একাপেয়ে মারধরের ঘটনা অহরহ ঘটিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, মোশারফ মাষ্টার দীর্ঘ দিন যাবৎ ইয়াবা, গাজা, হেরোইন বিক্রির পাশাপাশি নিজেও সেবন করেন। একজন মাষ্টার হয়ে যদি এমন কাজ করেন তাহলে কি শিক্ষাদেন তার ছাত্র/ছাত্রীদের। অভিভাবকের কাছে প্রশ্ন জাগে আমার।
অভিাবাকরা জানান, আমরা শিক্ষা দেয়ার জন্য আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাই। এখানে দেখি শিক্ষার বদলে মাদক সেবনের শিক্ষা দেওয়া হচ্ছে। যদি কোন ব্যক্তি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকে তাহলে সে কিভাবে শিক্ষা প্রদান করেন। তিনিত ছাত্র/ছাত্রীদের কিভাবে মাদক সেবন করা হয় সেই শিক্ষায় দেন। আমরা হতাশ একজন মাদক সেবনকারী ও মাদক বিক্রিকারীকে স্কুলে রাখা হয়েছে। হয় স্কুলে মাদক সেবন ও বিক্রিকারী থাকবে না হয় আমাদের ছাত্র/ছাত্রীরা থাকবে।
বিষয়টি নিয়ে সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশিমের সাথে কথা বললে তিনি জানান, মোশারফ ছুটিতে আছেন। ছুটিতে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন শুনেছি লোক মুখে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন তিনি অসুস্থ। এ ব্যাপারে কমিটি কি সিদ্ধান্ত নেন তা আমি একা বলতে পারবনা। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
এবিষয়ে ময়মনসিংহ শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, এতে আমাদের কোন হাত নেই। স্কুল কমিটি যা সিদ্ধান্ত নিবেন সেটাই হবে।
মন্তব্য