সব
মাসব্যাপী শোকসভার বিভিন্ন কর্মসূচির সমাপনী দিন উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক নান্দাইল চৌরাস্তা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমউল্লাহ লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএসপিএসি (অব:) এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগের সভা নেত্রী জননেত্রী শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় অব্যাহত রাখতে হলে অবশ্যই আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় রাখতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া,নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চন্ডীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূইঁয়া, মোশফিকুর রহমান,যুবলীগ নেতা আবু নাঈম ভূইয়া ফারুখ,শ্রমীকলীগ নেতা শফিউল আলম রাসেল,মহিলা আওয়ামীলীগের নেত্রী তামান্না ভূইয়া,আফতাব উদ্দিন তুহিন,ছাত্রলীগ নেতা মাহবুব হাসান জয় সহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নিমর্মভাবে হত্যা করা হয় এবং ২১ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত্যা উদ্দেশ্যে গ্রেনেট হামলাকারীদের কঠিন বিচার দাবী জানান এবং ১৫ই আগস্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
মন্তব্য