সব
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ জুয়েল ওরফে চুক্কা জুয়েল ও মোঃ রাজিব সেখ।
গতকাল সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে জানান, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়ীয়া থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসে করে যাত্রাবাড়ীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মাহসড়কে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হলে মাইক্রোবাস রেখে পালানোর সময় জুয়েল ও রাজিবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।
মন্তব্য