সব
শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক অংশীজনের সাথে এক মতবিনিময় সভা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।
অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাবীবুর রহমান। তিনি বক্তব্যে নিয়ম মেনে চাষিদের মাছ চাষ করার কথা বলেন এবং অভিজ্ঞচাষিদের পরামর্শ নেওয়ার আহব্বান জানান সকলকে। এ ছাড়া মৎস্য কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত যোগাযোগ রাখার কথা বলেন।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রজেক্টের প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার, এশিয়ান বিডি কর্পোরেশন প্রজেক্টের সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্প পরিচালক ড.মোঃ ইফতেখারুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান। বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, এফএও কর্মকর্তা ড,রফিকুল ইসলাম, মাসুদ ,ফিল্ড ফ্যাসিলেটেটর মেহেদি হাসান প্রমুখ।
মাছ চাষের সমস্যা ও সম্ভবনা বিষয়ে বক্তব্য রাখেন প্রকল্পভুক্ত কাঁকড়া চাষি বিশ্বনাথ , মাছ চাষি মুজিবর রহমান, মধুজীত রপ্তান, শংকরী মন্ডল, এনজিও কর্মকর্তা দেবব্রত মন্ডল, মাসুদুল হক প্রমুখ।
মাছ চাষিরা বক্তব্যে পানিতে লবনাক্ততা ও তাপমাত্রা বৃদ্ধি, পোনা সংকট, পানি সংকট, খাল গুলি পুনঃখনন ও ইজারা বাতিল, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সহ অন্যান্য বিষয়ে প্রধান অতিথির সুদৃষ্টি কামনা করেন।
মন্তব্য