সব
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান-পিপিএম।
বৃহস্পতিবার (৬ জুলাই) খুলনা রেঞ্জ ডিআইজির সভাকক্ষে জুন/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক-বিপিএম (বার), পিপিএম।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম এর চৌকস, নিরলস শ্রম ও দূরদর্শী নেতৃত্বে তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে সাতক্ষীরা জেলাকে নির্বাচিত করায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে কাজী মনিরুজ্জামান-পিপিএম খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক-বিপিএম (বার), পিপিএম এর নিকট হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সাতক্ষীরা মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এসআই ক্যাটাগেরিতে এসআই(নি.) মো. আব্দুল বাকী খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক-বিপিএম (বার), পিপিএম এর নিকট হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
তদন্ত ও অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা জেলা পুলিশের যে সকল সদস্য ও সম্মানিত নাগরিক সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান-পিপিএম।
মন্তব্য