সব
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননক্ষেত্র চিহ্নিতকরণ ও ধ্বংসের কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়াও ফগিং ও নিয়মিত লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি চলছে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। সিটি কর্পোরেশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনার বার্তা সম্বালিত লিফলেট বিতরণ করছেন। এছাড়াও মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ইত্যাদি কার্যক্রম অব্যহত রয়েছে।
মঙ্গলবার সকালে এসব কার্যক্রম পরিদর্শন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। এসময় তিনি জনসাধরণের মাঝে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতার বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
তিনি জানান, দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যদিও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এখনও ডেঙ্গু রোগী পাওয়া যায়নি, তবুও সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে সর্বাধিক কার্যকর। ডেঙ্গু প্রতিরোধে মেয়র মহোদয়ের নির্দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মশার প্রজননক্ষেত্র চিহ্নিতকরণ ও ধ্বংসের কাজ চলমান রয়েছে।
তিনি আরও জানান, সবাইকে নিজ দায়িত্বে নিজের বাসাবাড়ি ও আঙিনা পরিস্কার রাখতে হবে, যেন সেখানের জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোন নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় আনা হবে।
এ সময় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য