সব
তারাকান্দা উপজেলায় প্রতিপক্ষ উমর কাজী, আবু সাঈদের নেতৃত্বে ১৪ জন দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে দাঙ্গা সৃষ্টি করিয়া ভিকটিম ফজর উদ্দিনের বাড়ীর উঠানে প্রবেশ করিয়া হামলা করে কুপিয়ে পিটিয়ে ৮ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নলদিঘী গ্রামে শুক্রবার (৩০ জুন) বিকাল ৫ ঘটিকায় ফজর উদ্দিনের বাড়ীর উঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের জের ধরে একই সাকিনের উমর কাজী, আবু সাঈদ, কাদির, ফরিদ, আবু ইউসুফ, আবু আনছার, আবুহুর, আবু তাহের, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, রামিম, জহিরুল, মাজহারুল এবং নয়াপাড়া সাকিনের আবু সামা দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে দাঙ্গা সৃষ্টি করিয়া হামলা করে তাদের হাতের রামদা দিয়ে কুপিয়ে লোহার রড, শাবল দিয়ে আঘাত করে ভিকটিম সাইন উদ্দিন, ছফুরা, সুফিয়া, জাহেদা খাতুন, ইয়াসমিন, মজিবর রহমান, ফজর উদ্দিন, জুবেদা খাতুনদের মাথায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত ও হাড়ভাঙা মারাত্মক জখম করে। জখমীদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভিকটিম সাইন উদ্দিন ও ছফুরার জখম আশংকা জনক দেখিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এঘটনায় ওয়াসিম মিয়া বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাকান্দা ৬ নং আমতলী আদালতে সিআর মোকদ্দমা নং ৪৩৩/ ২০২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালত দঃবিঃ ১৪৩/৪৪৭/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/ ১১৪/৩৪ ধারার অপরাধ আমলে গ্রহণ করে এফআইআর হিসাবে গন্য করার জন্য ওসি তারাকান্দা থানাকে আদেশ প্রদান করেন।
এব্যপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে দুইবার পুলিশ পাঠানো হয়েছে, এখনও অভিযোগ পাওয়া যায়নি, আদালতের নির্দেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আদালতের নির্দেশ এখনো পাইনি।
মন্তব্য