সব
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর পৌর শাখার আয়োজন ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুলাই) শহরের একটি হলরুমে এ অনুষ্ঠান হয়।
পৌর সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক সেখ এর সভাপতিত্বে ও সেক্রটারী মো: ইসাহাক আলী খান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রব, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মো: জহিরুল হক, কাউখালি উপজেলা আমীর মাওলানা ছিদ্দিকুল ইসলাম, পৌর নায়েবে আমীর আবু বাশির, সদর উপজেলা সেক্রটারী মাওলানা ছিদ্দিকুর রহমান, কাউখালী সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা রাকিবুল হাসান।
এছাড়াও শ্রমিক কল্যান ফেডারেশন এর পিরোজপুর সদর উপজেলা সভাপতি আল আমিন ফকির, পৌর সভাপতি মো: সিরাজুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি অহিদুল ইসলাম মায়াজ, সাবেক জেলা সভাপতি মো: আল আমিন আজাদ, মো: ইলিয়াস মৃধা, মো: আল-আমীন সেখ, মো: আবু নাঈম, জেলা সেক্রটারী মেহেদী হাসানসহ বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য