সব
ময়মনসিংহে নান্দাইল মডেল থানা পুলিশের অভিযানে ঈদের ভোরবেলায় ৪৮ কেজি গাজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুজ্জামান জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে বুধবার রাতে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি ছিনতাই মাদকবিরোধী অভিযান পরিচালনায় কর্তব্য পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তাদেরকে গাজাসহ গ্রেফতার করা হয়।
জানা যায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুজ্জামান এর নেতৃত্ব এসআই মোস্তাক আহাম্মদ, এএসআই আলয় চন্দ্র সরকার, এএসআই মো: রোস্তম আলী সহ সংগীয় ফোর্সসহ বৃহস্পতিবার (২৯ জুন) ভোর ৫.৩০ ঘটিকায় আম্ত:জেলা মাদক কারবারী চক্রের সদস্যদের বিপুল পরিমাণের গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য হাত বদলের সময় নান্দাইল চৌরাস্তার চাঁদমনি হোটেলের সামনে থেকে ১)কামাল মিয়া (৪০) পিতা মৃত-কাজিমউদ্দিন সাং চাবাজপুর, ইউনিয়ন-বেপারি পাড়া থানা- সড়াইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া ২) মো: মাসুদুর রহমান ওরফে করিম (২২) পিতা- আবুল কালাম ফকির, সাং ত্রিশঘর থানা- গৌরীপুর জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে তাদের দখলীয় হেফাজত থাকা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়। ঐসময় সংঘবদ্ধ মাদক চক্রের ৫/৬ জন পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্যে অভিযান চলছে। এ সংক্রান্তে নান্দাইল মডেল থানা পুলিশ এসআই মোস্তাক আহাম্মদ বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলা নং ৩০ তাং ২৯/৬/২০২৩ রুজু হয়।
মন্তব্য