সব
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার জননিরাপত্তায় সকলের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানালেন অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
ঈদুল আযহা উপলক্ষে কোতোয়ালী থানা এলাকা ও নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় শপিং মল, হাট বাজার
বাসষ্ট্যান্ড, গরুর বাজার, বিপনি বিতান জনগুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ডিউটি ছিল এবার চোখে পড়ার মত, পুলিশের পাশাপাশি র্যাবের বাহিনীও ছিল তৎপর, ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার জন্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশনায় ও তদারকিতে ৭০০ শত পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন।
অপরাধ নিয়ন্ত্রণে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) প্রায় প্রতিটি ইউনিয়নে ও নগরীর প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশসিং সভা করে গণসচেতনতায় কাজ করেছেন।
এক্ষেত্রে জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক নেতাকর্মী, পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতায় ঈদ উৎসবকে জনসাধারণের জন্য নির্বিঘ্ন করতে পেরে
বুধবার মধ্যরাতে কৃতজ্ঞতা প্রকাশ করে, ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সকলের অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি সম্প্রতি কামনা করেছেন তিনি।
অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন এবার ঈদে শহরে বা গ্রামে ঈদ পূর্ববর্তী বড় ধরনের কোন অপরাধ সংঘটিত হয়নি।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে ও তদারকিতে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং, ধর্ষণ, মাদক সহ বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনায় জনদুর্ভোগ লাঘবে অনেকটা সহায়ক হয়েছে। তিনি সকলের অনুরূপ সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা রক্ষায় জনসাধারণ সুফল ভোগ করতে পারবে বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য