সব
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে চুয়ান্ন জন আত্নসমর্পনকারী জলদস্যুর মাঝে বরিশাল র্যাব-৮ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুরে র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে বরিশাল র্যাব-৮ এর এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম আত্নসমর্পনকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবন, বাদামকিসমিস, জিরা, মসলা, পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্নসমর্পনকারী জলদস্যু সংক্রান্ত এ পর্যন্ত ৫৩টি মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং ১৩০টি মামলা নিষ্পত্তি হওয়ার প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও বলেন আত্নসমর্পনকারী জলদস্যুরা পুর্নবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্নসমর্পনকারী জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যাতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
এছাড়া র্যাব ফোর্সেস ডিজির পক্ষ থেকে জলদস্যুদের পূর্ববতী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পাওয়ার পর জলদস্যুপরিবারের সদস্যরা মত প্রকাশ করে র্যাবের এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানান।
মন্তব্য