সব
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইউপি উপ-নির্বাচনে গুয়ারেখা ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন ফারজানা আক্তার।
শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
নৌকার মনোনয়ন পাওয়া ফারজানা আক্তার গুয়ারেখা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধূ।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ফারজানা আক্তার এর নাম ঘোষণা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
জানাগেছে গত ৩১ মে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিলে আগামী ১৮ জুন মনোনয়নপত্র দাখিল, ১৯ জুন যাচাই-বাছাই,২৫ জুন প্রার্থিতা প্রত্যাহার, এবং ১৭ জুলাই সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জানাগেছে, গত ২২ জুন ২০২১ সালে গুয়ারেখা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে জয়লাভ করে সুনামের সহিত চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্প্রতী তিনি গত ৬ এপ্রিল বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। একারনে তার মৃত্যুতে ওই ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সেখানে দলীয় নৌকার মনোনয়ন পান ফারজানা আক্তার।
মন্তব্য