সব
ফুলবাড়িয়ার আইনশৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সাধারণ মানুষের মধ্যে পুলিশি সেবা দিতে চাই। সাধারণ মানুষের দৌড়গোরায় পুলিশী সেবা পৌঁছে দিতে পুলিশ বদ্ধপরিকর।
রবিবার (১৪ মে) রাত সাড়ে ৮ টায় থানা মিলনায়তনে ফুলবাড়িয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান ফুলবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। মনে রাখবেন, অপরাধ করে কেউ পার পাবে না। কোনো মানুষ থানায় এসে যেনো কোন ধরনের হয়রানি বা সেবা বঞ্চিত না হয় তা লক্ষ্য রেখেই কাজ করে যাব। আমি সকল সেবা প্রত্যাশীদের সাথে কথা বলবো। নবাগত ওসি মো. শাহীনুজ্জামান খান বলেন মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিন। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মাদক ও জুয়ামুক্ত ফুলবাড়ীয়া উপজেলা গঠনে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি আরও বলেন, মাদক ও জুয়ার সাথে কোন ধরণের আপোষ নেই। এসময় তিনি অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, টাকা ছাড়া মামলা রেকর্ডের ধারা অব্যাহত রাখা সহ মাদক, জুয়া, ছিনতাই ও যানঝট নিরসন সহ সব ধরণের অপরাধ নির্মূলে পুলিশের অগ্রণী ভূমিকা পালন করার দাবি জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, সাংবাদিক রফিক আহমেদ মিঠু, মো. নূরুল ইসলাম খান, মো. আব্দুল হালিম, আল এমরান, হাফিজুল ইসলাম স্বপন, হেলাল উদ্দিন উজ্জ্বল, বছির আহম্মেদ, শহিদুল ইসলাম প্রমূখ। পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার মো. শাহীনুর ইসলাম। উক্ত মতবিনিময় সভায় ফুলবাড়িয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নবাগত ওসি মোঃ শাহীনুজ্জামান খান শনিবার (১৩ মে) রাতে ফুলবাড়ীয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
মন্তব্য