সব
পিরোজপুর জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১ টায় শহরের পুরাতন বাসস্টান্ড থেকে শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নতুন বাসস্টান্ডে গিয়ে শেষ হয়।পরে নতুন বাসস্টান্ডে সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ, সহ-সভাপতি সাকিল শেখ, প্রচার সম্পাদক মো: রিয়াজ হোসেন হাওলাদার, সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পিরোজপুর জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যক্রম পরিচালনায় নানা দুর্নীতি করছে। পিরোজপুরের আন্ত: জেলা বাস চলাচলে বিভিন্ন স্থান থেকে মালিক সমিতির নামে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে। যার প্রভাব পরছে সাধারণ বাস মালিক ও শ্রমিকদের উপরে। অবৈধ এই চাঁদা আদায় বন্ধ না করা অচিরেই বৃহত্তরো আন্দোলন করা হবে এই বাস মালিক সমিতির বিরুদ্ধে।
মন্তব্য