সব
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় থানা পুলিশ ঘর থেকে উদ্ধার করলেন দুর্গন্ধযুক্ত এক নারীর মৃতদেহ। রবিবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে থানা পুলিশ উপজেলার বাদঘাটা গ্রামে এক ঘরের ভিতর থেকে দুর্গন্ধযুক্ত মৃতদেহটি উদ্ধার করেন।
মৃত নারী হলেন বাদঘাটা গ্রামের মৃত আবু ইনসানের স্ত্রী মমতাজ বেগম (৬২)।
স্থানীয়রা জানান, মমতাজ বেগমের ৪ পুত্র থাকা সত্তেও কেউ তাকে দেখাশুনা করতো না। তার পুত্ররা বিভিন্ন জায়গায় বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। আর মমতাজ বেগম একা বাদঘাটা গ্রামে খাল পাড়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন।
প্রতিবেশী মর্জিনা বেগম বলেন, গতকাল দুপুর থেকে তাকে দেখতে না পেয়ে রবিবার বিকালে তার খোঁজ নিতে এসে দেখা যায় ঘরের দরজা বন্ধ। এর পর পাশের কয়েক জনকে ডেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে জানালা দিয়ে কয়েকজন দেখেন মমতাজ বেগম উপুড় হয়ে খাটের নিচে পড়ে আছেন।
প্রতিবেশী লাকি আক্তার তৎক্ষনাৎ ৯৯৯এ কল করে বিয়টি অবহিত করার পরপরই পুলিশ এসে ঘটনাস্থলে হাজির হন।স্থানীয়রা বলেন, মমতাজ বেগম দীর্ঘদিন যাবত হাই প্রেসার জনিত রোগে অসুস্থ ছিলেন বেশ কিছু দিন যাবত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বা চিকিৎসাসেবা নিতে দেখা গেছে।
শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘর খুলে দেখেন মমতাজ বেগমের লাশ খাটের নিচে মাটিতে উপুড় হয়ে পড়ে আছে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান বলেন, মমতাজ বেগমের চার সন্তান জানান তার মায়ের হাই প্রেসার জনিত রোগের কারণে হ্নদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাদের কোন অভিযোগ নাই। সন্তান ও এলাকাবাসীর অভিযোগ না থাকায় ও স্থানীয় ইউপি সদস্যের অনুরোধে লাশ দাফন করার অনুমতি প্রদান করা হয়েছে।
মন্তব্য