সব
নিখোঁজের ছয় দিন পার হতে চললেও ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত বারেক সরকারের ছেলে ইট বাটার ম্যানেজার কামাল পাশা খোকনকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।
এ ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার।
গত বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, সকাল আটটায় নিজ বাড়ি থেকে কর্মস্থল ইট বাটার উদ্দেশ্যে বের হন কামাল পাশা।
পরিবারের লোকজন প্রতিদিনের মতো রাত দশটায় বাড়ি ফেরার অপেক্ষা করেন, ঐ দিন সাড়ে দশটার পরও যখন বাড়ি না ফিরেন তখন পরিবারের লোকজন, কামাল পাশার কর্মস্থল ইট বাটার অন্য ম্যানেজারকে ফোন দিলে সেই ম্যানেজার জানান আজ কামাল পাশা ইটভাটায় আসেনি।পরিবারের লোকজন ইট বাটার মালিককে বিষয়টি অবহিত করেন।
পরে ইট বাটার মালিক তাৎক্ষণিক কামাল পাশার মোবাইল নাম্বারে ফোন দিলে মোবাইলটি সুইচ অফ দেখায়। এতে ইট ভাটার মালিক জানান দেখো তোমাদের কোন আত্মীয় স্বজনদের কাছে গিয়েছে কিনা। এভাবে খোঁজাখুঁজি করতে পরিবারের লোকজন চারদিকে বেরিয়ে পড়ে। সারারাত খোঁজাখুঁজি করে না পেয় পরের দিন সকালে সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেন। কোথাও সন্ধান না পেয়ে পরিবারের লোকজন থানায় গিয়ে কামাল পাশার স্ত্রী বাদী হয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং, ১০৩১,তাং২৮,/০৪/২০২৩
নিখোঁজ, কামাল পাশা খোকন, পিতা বারেক সরকার। গ্রাম গোয়ালবর, থানা পাগলা। এলাকাবাসীর সূত্রে জানা যায় সে খুব সহজ সরল বিনয়ী ভদ্র স্বভাবের মানুষ।
তার কোন শত্রু নেই কারো সাথে কোনদিন ঝগড়াঝাঁটিও করেনি সে অত্যন্ত বিনয়ী স্বভাবের মানুষ।
নিখোঁজের স্ত্রী মিনারা খাতুন বলেন, আমরা খুব উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে রয়েছি।আইন শৃঙ্খলা সহ দেশবাসীর কাছে আবেদন যদি কেহ আমার স্বামীর সন্ধান পান, তাহলে গফরগাঁও পাগলা থানায় জানাবেন।
এ বিষয়ে পাগলা থানা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শেখ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত পূর্বক নিখোঁজের উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য