সব
পিরোজপুর প্রতিনিধি::
পথচারীদের মাঝে গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৬ এপ্রিল) বিকেলে দলের পিরোজপুর পুরান বাসস্ট্যান্ডে জেলা কার্যালয়ের সামনে পরিষদের নেতাকর্মীদের উপস্থিতিতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও পিরোজপুর জেলা আহবায়ক আনিসুর রহমান মুন্না। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন ও যুগ্ম সদস্য সচিব তাইজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহবায়ক তানিয়া আকতার মঞ্জু, সদর উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা আহবায়ক আতিকুল ইসলাম মান্না, যুব অধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাসেল, ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলা আহবায়ক তানভীর আহমেদসহ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীবৃন্দ।
মন্তব্য