সব
ময়মনসিংহ নগরীর অনুভব কমিউনিটি সেন্টারে ১৫ এপ্রিল শনিবার বিকাল ৫ টায় সাধারণ সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর সভাপতি এডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্বা প্রকৌশলী নুরুল আমিন কালাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্বা নাজিম উদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। ইফতারের পুর্বে নাগরিক আন্দোলন এর সাবেক সভাপতি এডভোকেট প্রয়াত আনিসুর রহমান খান সহ প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, এডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ শাহাব উদ্দিন আহমেদ, কাজী রানা, সাবেক সহসভাপতি শাহ সাইফুল আলম পান্নু, সহ সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ডক্টর সিরাজুল ইসলাম, এডভোকেট শিব্বির আহমেদ লিটন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, দপ্তর সম্পাদক শহিদুর রহমান শহিদ, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক আবুল মনসুর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নাগরিক আন্দোলন এর সদস্য প্রদীপ ভৌমিক, ডা ওয়ালিউল্লাহ, শিবলী সাদিক খান, আলহাজ্ব মিরন চৌধুরী, অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, অধ্যক্ষ সুলতানা পারভীন, সুলতান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যানজট মুক্ত নগরী, ঢাকা ময়মনসিংহে ২ জোড়া ইন্টারসিটি অফিস ট্রেন ও ময়মনসিংহ নগরীর মাঝখান থেকে রেললাইন স্থানান্তর অথবা বিকল্প ব্যবস্থার দাবীতে আগামী ৭ মে বিকাল ৫ টায় শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর সাধারণ সভা ও নাগরিক ইফতার মাহফিলে নাগরিক আন্দোলন এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্বা প্রকৌশলী নুরুল আমিন কালাম এ ঘোষণা প্রদান করেন।
মন্তব্য