সব
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জে ফুলবাড়িয়া উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ এর প্রায়াত সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক রাজা’র স্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগে কেশরগঞ্জ আঞ্চলিক শাখার আয়োজনে মিতালী নাট্য সংস্থায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফুলবাড়িয়া উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ শাখাওয়াত হোসেন মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিল্লাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, জেলা ছাত্র আন্দোলনের প্রশান্ত বিস্বাস, কৃষিবিদ আল ইমরান, পৌর আহ্বায়ক মোতালেব সরকার, উপজেলা অর্থ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, নাওগাও ইউনিয়ন সভাপতি আব্দুল রাজ্জাক, শ্রমিক নেতা কামরুল ইসলাম প্রমূখ
এছাড়াও ময়মনসিংহ জেলা, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য