সব
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইজতেমার আখেরী মোনাজাত শেষে বাড়ি ফেরার সময় মুসল্লীবাহীদের বাস উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।নিহত তেতুলিয়ার তিরনই হাট ইউনিয়নে পিঠাখাওয়া গ্রামের মো; শিরুর ছেলে হাসিবুল (৩০)একই ইউনিয়নে খয়খাট পাড়া গ্রামের তমিজ(৬০)একই ইউনিয়নে খয়খাটপাড়া গ্রামের মো; সমিজদ্দীন টগা(৬০) পঞ্চগড়ে স্বপন(২৩)
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
শনিবার (৪ মার্চ) দেবীগঞ্জে আঞ্চলিক ইজতেমার আখেরী মোনাজাত শেষে বাড়ী ফেরার উদ্দেশ্য একটি রিজার্ভ বাসে রওনা দেন মুসল্লিরা। ফেরার পথে দুপুর আনুমানিক দুইটার সময় বোদা-দেবীগঞ্জ মহাসড়কের লক্ষীর হাটের পূর্বদিকে বুড়াবুড়ি মন্দিরের কাছাকাছি এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একইদিকে চলমান একটি ট্টাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল বাসটি। পরে ট্রাকটি অভারটেকিং করতে গিয়ে সড়কের উপরেই উল্টে গিয়ে দূর্ঘটনায় পড়ে মুসল্লীবাহী বাসটি। এতে বাসে থাকা সকলেই কমবেশি আহত হন এবং ৪ নিহত হন।
বাসে ৪২ জন মুসল্লি, চালক ও চালকের সহযোগী ছিলেন।
বাসে থাকা সকল মুসল্লী পঞ্চগড় সদর, তেতুলিয়া উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তারা দেবীগঞ্জে অনুষ্ঠিত আঞ্চলিক ইজতেমায় যোগ দিয়েছিলেন।
নিহত মুসল্লির নাম স্বপন (২৩)। তিনি পঞ্চগড় সদরের দশমাইল এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনকে মূমুর্য অবস্তায় রেফার্ড করা হয়েছে এবং অন্তত ৩০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) রনজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য