সব
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ও ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা রক্ষাকারী গ্রামপুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন আগামী ১৩ মার্চ সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৫ সনের আদেশের পরিপত্রের প্রেক্ষিতে গ্রামপুলিশ বাহিনীর ধার্যকৃত জাতীয় বেতন স্কেল স্মারক নং- এস-১/১ ইউ-৫/৭৬/১৮/১(৬৬) তারিখ- ১৭/১/১৯৭৬ইং আজও বাস্তবায়ন হয়নি। এ উপলক্ষে ‘চলো চলো ঢাকা চলো’ জাতীয়করণের এক দফা দাবীতে আগামী ১৩ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট মিছিলসহ স্মারক লিপি প্রদান করা হবে। তিনি এ মানববন্ধন কর্মসূচীতে সকল গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
মন্তব্য