সব
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে গত ১৯ ফেব্রুয়ারী বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা দা দিয়ে কুপিয়ে কৃষক সজ্জাদুল হককে হত্যা করে। পরে ২০ ফেব্রুয়ারী নিহতের ছেলে আতাউর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং-২২।
দায়েরকৃত মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। গৌরীপুর এসআই মোঃ শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ মার্চ (শুক্রবার) রাত ৮টায় ত্রিশাল উপজেলার হরিরামপুর বাজার থেকে মামলার পলাতক আসামী বাবুলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, ঘটনার পর দিন ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ আরও এক জনকে ত্রিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের ধরতে গ্রেফতার অভিযান অব্যহত আছে।
মন্তব্য