সব
পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে মেসার্স আনোয়ার টেলিকম ও বিকাশ সেন্টার স্বত্বাধিকারী ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৩৯) পথ অবরোধ করে দুষ্কৃতিকারীরা প্রায় ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হয় । এঘটনাটি ঘটে গত রোববার রাত সাড়ে ১১টায় আজিজনগর নামক স্থানে সড়কে ফেরদৌসের বাড়ির অদূরে।
ভুক্তভোগী আনোয়ার হোসেন এ বিষয়ে জানান, রাত ১১টায় চৌরাস্তা বাজারে দোকান বন্ধ করে একটি ব্যাগে সাড়ে ৭ লাখ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে মোটরবাইকযোগে বাড়ির উদ্দেশ্যে বেড় হলে আজিজনগর নামক বাজারের ভিতর দিয়ে পাকা রাস্তা দিয়ে তেঁতুলিয়া-পঞ্চগড় বাইপাস মহাসড়ক ক্রসিং করে ফেরদৌসের বাড়ির অদূরে গাছে বেঁধে রাখা একটি কাঁটা তারের ব্যারিকেটে মধ্যে পরি।
এসময় ঘন কুয়াশায় অন্ধকারে ভিতরে লুকিয়ে থাকায় ছিনতাইকারী চক্রটি এলোপাথারি মারপিট করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রাত পৌনে ১২টায় প্রতিবেশী লোকজন আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। এব্যাপারে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক এ খবরের সত্যতা স্বীকার করে বলেন মডেল থানায় পুলিশকে সদয় অবগত করেছেন।
ভুক্তভোগীর ভাই মনসুর আলী জানান, তেঁতুলিয়া থানা পুলিশকে ঘটনাটি অবগত করেছি। ছোট ভাই টেলিকম ব্যবসায়ী আনোয়ার শারীরিক ভাবে অসুস্থ পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন জানান।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, আজিজনগর সড়কে গাছের সঙ্গে একটি কাঁটা তারের ব্যারিকেট দিয়ে ছিনতাই ঘটনার খবর শুনে তৎক্ষণাৎ পুলিশ পাঠিয়েছি। সোমবার (২রা জানুয়ারি) দুপুরে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের তদন্ত অব্যাহত আছে।
অপর দিকে গত বুধবার বিশারদ্দীনের (বিষু) বসতবাড়িতে হলুদের গুড়ায় সাথে চেতনাশক ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে পরিবার সদস্যদের সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মলম পার্টির এক চক্র। তিনি তেতুলিয়া ইউনিয়নের রনচন্ডি গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা। এব্যাপারে গোয়াবাড়ি গ্রামের বিষু (৩৪)বলেন,তিনি ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক এবং মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মন্তব্য