সব
নতুন বছর, নতুন দিন-নতুন বইয়ে হোক রঙিন! এই শ্লোগানকে সামনে রেখে কুয়াশামাখা শিশিরসিক্ত সোনালী সকাল। শীতের মিষ্টি রোধের হালকা আচ নিতে নিতে যেন প্রষ্ফুটিত হয়ে উঠেছে শত সহস্র মূকুল। রবিবার শীতের সকালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন এবং শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেয়েছে নতুন বই।
এ সময় শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম বলেন- বর্তমান সরকার দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যচ্ছেন। বাঙ্গালী জাতি বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার নানামূখী কর্মসূচি গ্রহণ করেছে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে বিদ্যালয়ের বই উৎসবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, ইউআরসি’র ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
এসময় শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন-নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে উঠেছে নতুন বই। সরকারের এই চমৎকার উদ্যোগ এর বাস্তবায়ন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ বলে মন্তব্য করে তিনি নতুন বইয়ের গন্ধে বাচ্চাদের পড়ালেখা শেখা আরো আনন্দময় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য