গৌরবময় ঐতিহ্য-সংগ্রাম ও সাফল্যের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যপক জাঁকজমক আয়োজনে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা এবং কেক কাটার মাধ্যমে পালন করেছে মুক্তাগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টি।
মযমনসিংহ উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ আয়োজনে পৌরসভার সাধারণ পাঠাগার কাম অডিটোরিয়ামে বিকাল ৩ ঘটিকায় শহর জাতীয় পার্টির সভাপতি মির্জা আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মুক্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান আরজু। উপজেলা সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহম্মদ খান সুলতান।
আলোচনা সভা শেষে মুক্তাগাছা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের অংশগ্রহণে ব্যপক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাঙ্গলের স্লোগানে মুখরিত হয়ে উঠে মুক্তাগাছা পৌর শহর।
মন্তব্য