সব
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাসদের আয়োজনে গতকাল সোমবার বিকেলে পৌর সদরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিয়ত উল্লাহ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সাদিক হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, জেলা জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাংবাদিক শামছুল আলম খান। এসময় উপজেলা জাসদের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।
মন্তব্য