সব
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ (তিন) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো-১। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল (৬০) ২। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) ও ৩। পল্লবী থানা ৫ নং ওয়ার্ড ডি-ব্লক ইউনিটের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো: আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন (৬০)।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:১৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগ খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কাজী এমদাদুল হক দুলালকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় পল্টন থানা এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল মিয়াকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।
অন্যদিকে শুক্রবার দিবাগত রাত (৮ নভেম্বর ২০২৫) আনুমানিক ১২:১০ ঘটিকায় ডিবি-মিরপুর বিভাগ পল্লবী থানা এলাকা থেকে মো: আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকনকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নায়রা খোকন পল্লবীর এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিল মর্মে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য