সব
বাংলাদেশ পুলিশ বার্ষিক টেনিস প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।
শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকায় রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু তৈরি করলেই হবে না, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। তিনি ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শারীরিক ও মানসিক উৎকর্ষ অর্জনের গুরুত্বের ওপর জোর দেন। এই প্রতিযোগিতা ও অনুষ্ঠান বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা বাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য