সব
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদীর রাজা পাহাড় এলাকা থেকে শুক্রবার দুপুরে বিজিবি’র অভিযানে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ১৪২০ পিচ জনশন বেবি শ্যাম্পু,১৬৮০ পিচ পন্ডস ফ্রেসওয়াশ ও ৯৬০ পিচ নেভিয়া সফট ক্রিম আটক করা হয়েছে। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে বিজিবি’র একটি অভিযানিক দল ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে বলেন,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সর্ব সময়।
মন্তব্য