প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:০৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরের সীমান্তবর্তী রাজা পাহাড় থেকে বিজিবি’র অভিযানে ভারতীয় কসমেটিক সামগ্রী আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদীর রাজা পাহাড় এলাকা থেকে শুক্রবার দুপুরে বিজিবি’র অভিযানে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ১৪২০ পিচ জনশন বেবি শ্যাম্পু,১৬৮০ পিচ পন্ডস ফ্রেসওয়াশ ও ৯৬০ পিচ নেভিয়া সফট ক্রিম আটক করা হয়েছে। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে বিজিবি’র একটি অভিযানিক দল ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে বলেন,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সর্ব সময়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন