সব
ময়মনসিংহ নগরীর প্রধানতম সমস্যা যানজট। বিশেষ করে নতুন বাজার, গাঙ্গিনারপাড় ও তাজমহল মোড় এসব এলাকায় অতিরিক্ত যানজটের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা যানজট নিরসনকল্পে গঠিত কমিটির সিদ্ধান্ত ও জেলা প্রশাসক চাহিদার প্রেক্ষিতে ১৭/০৮/২০২৫ খ্রি. ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড় হতে তাজমহল মোড় পর্যন্ত সড়কের যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ২৫ জন আনসার সদস্য ১ মাসের জন্য প্রাথমিক ভাবে মোতায়েন করা হয়েছে। আনসারদের ডিউটি সার্বক্ষণিক জেলা কমান্ড্যান্ট কার্যালয় হতে মনিটরিং করা হচ্ছে।
এই কাজের প্রাথমিক অংশ হিসেবে পুলিশ, আনসার, র্যাব, সেনাবাহিনী ও জেলা মেজিস্ট্র্যাট কর্তৃক গাঙ্গিনারপাড় হতে তাজমহল মোড় পর্যন্ত রাস্তায় ফুটপাতে হকার উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জেলা কমান্ড্যান্ট ময়মনসিংহ এর নেতৃত্বে ৩২ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।
মন্তব্য