ময়মনসিংহ নগরীর প্রধানতম সমস্যা যানজট। বিশেষ করে নতুন বাজার, গাঙ্গিনারপাড় ও তাজমহল মোড় এসব এলাকায় অতিরিক্ত যানজটের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা যানজট নিরসনকল্পে গঠিত কমিটির সিদ্ধান্ত ও জেলা প্রশাসক চাহিদার প্রেক্ষিতে ১৭/০৮/২০২৫ খ্রি. ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড় হতে তাজমহল মোড় পর্যন্ত সড়কের যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ২৫ জন আনসার সদস্য ১ মাসের জন্য প্রাথমিক ভাবে মোতায়েন করা হয়েছে। আনসারদের ডিউটি সার্বক্ষণিক জেলা কমান্ড্যান্ট কার্যালয় হতে মনিটরিং করা হচ্ছে।
এই কাজের প্রাথমিক অংশ হিসেবে পুলিশ, আনসার, র্যাব, সেনাবাহিনী ও জেলা মেজিস্ট্র্যাট কর্তৃক গাঙ্গিনারপাড় হতে তাজমহল মোড় পর্যন্ত রাস্তায় ফুটপাতে হকার উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জেলা কমান্ড্যান্ট ময়মনসিংহ এর নেতৃত্বে ৩২ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।