সব
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারাদেশে ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১২ জন।
শুক্রবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করে।
এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাইন্ড গুলি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ সদর দপ্তর আরো জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য