সব
দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা
রবিবার (১৩ জুলাই) সকালে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “গণতান্ত্রিক আন্দোলন দমন করতে সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার ও অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এসব দিয়ে বিএনপিকে দমানো যাবে না।”
সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধের দাবি জানান এবং জনগণকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
মন্তব্য