সব
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ শ ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ ওবনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার ৯ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ উদ্বোধন করেন ইউএনও মো. আরিফুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল, নিম, বেল ও জাম গাছের চারা বিতরণ করা হয়। প্রতি শিক্ষার্থীকে ৪টি করে চারা দেওয়া হয়েছে। এ ছাড়াও ৩০টি প্রতিষ্ঠানে তালগাছের চারা, ৭০ জন কৃষকের মধ্যে লেবুর চারা, ২৬০ জনের মধ্যে নারিকেলগাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য