প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ । ৯:৪৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়ায় ৯৬০ জন শিক্ষার্থী পেল ফলজ ও বনজ গাছের চারা

মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ শ ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ ওবনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার ৯ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ উদ্বোধন করেন ইউএনও মো. আরিফুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল, নিম, বেল ও জাম গাছের চারা বিতরণ করা হয়। প্রতি শিক্ষার্থীকে ৪টি করে চারা দেওয়া হয়েছে। এ ছাড়াও ৩০টি প্রতিষ্ঠানে তালগাছের চারা, ৭০ জন কৃষকের মধ্যে লেবুর চারা, ২৬০ জনের মধ্যে নারিকেলগাছের চারা বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন