সব
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ৬১ হাজার ৭ শত ৯০ ভারতীয় রুপি সহ দুই চোরা কারবারিকে গ্রেফতার করেছে রামচন্দ্রকুড়া বিজিবি।
মঙ্গলবার (২৯এপ্রিল) বিকেলে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ রুপি সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক(৩৩) এবং
কুমিল্লার চান্দিনা আড়ং এলাকার আঃ জলিলের ছেলে মোবারক হোসেন(৩৬)।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান,গোপনে সংবাদ পেয়ে রামচন্দ্রকোনা বিজিবি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি টহরদল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১হাজার ৭শত ৯০রুপি সহ ওমর ফারুক ও মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আসামীদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।তিনি আরো জানান, ৩৯বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দ্বায়িত্ব পালন করে আসছে।
মন্তব্য