সব
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সেকান্দার আলী নামে এক কৃষকের বাগানের প্রায় শতাধিক আকাশমনি গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামের সেকান্দার আলী একজন চা দোকানী। নিজের এক একর জমির আকাশমনি বাগানে নতুন করে কয়েক বছর আগে দেড়শতাধিক গাছের চারা রোপন করেন৷
ঘটনার দিন অন্যান্য দিনের ন্যায় বাড়ীর পার্শ্বে বাজারে নিজের চা দোকানে রাত যাপন করছিলেন৷ সকালে তার মা করিমন নেছা তার দোকানে গিয়ে জানায় তার বাগানের প্রায় ‘একশোর’ মতো আকাশমনি গাছের চারা কে বা কারা কেটে দিয়েছে৷
সেকান্দার শনিবার সকালে নিজ বাগানে গিয়ে দেখেন তার বাগানের ছোট ছোট আকাশমনি গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। তার ধারণা,পূর্ব শত্রুতার জেরে রাতে গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সেকান্দার আলী বলেন, অনেক কষ্ট করে বাগানটা করেছিলাম। স্থানীয় কতিপয় কিছু ব্যক্তি আমার সাথে শত্রুতা করে রাতের আঁধারে গাছগুলো কেটে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই৷
স্থানীয় কৃষক সাইদুল ইসলাম, উসমান গণি ও শেখ আব্দুল বলেন, এভাবে গাছ কাটা ঠিক হয়নি৷এটি ন্যাক্কারজনক ঘটনা৷ যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই৷
মন্তব্য